অল ইন্ডিয়া সুন্নাত আল জামায়াত একটি অরাজনৈতিক ইসলামিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগণা জেলার বাদুরড়িয়া ব্লকের মরহুম মাগফুর আলহাজ্ব হাফেজ শামসুর রহমান সাহেব 1983 সালে এলাকার বিশিষ্ঠ সমাজসেবী, শিক্ষা প্রেমী ও বুদ্ধিজিবীতের উপস্থিতে ‘সুন্নাত অল জামায়াত’ নামে একটি ইসলামী সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। সংগঠনটির প্রথামিক অবস্থায় বাদুড়িয়া ব্লকের বিস্তিন্ন এলাকাতে কুংস্কার, শিরক এর বিরুদ্ধে কাজ করতেন। এলাকার গরিব, অসহয়, দিন মজুর ও শ্রমিকের নিয়ে ছোট ছোট সভা করতেন। তাদের ভিতরে ন্যাম ও ইনসাফ প্রতিষ্ঠার কাজ করতেন। সে সময়ে তিনি প্রতি বছর ছাত্র-ছাত্রীদের মাঝে পুস্তক বিতারন, বয়স্কদের মাঝে বস্ত্রবিতারন সহ বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করতেন। তারই প্রচেষ্ঠায় বৈকারা আদর্শ হিফজুল ক্বুর-আন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। হাফেজ সমসুর রহমান সাহেবের নেতৃত্বে বসিরহাট মহকুমায় প্রথম বালিকা মাদ্রাসা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়।
অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত একটি অ-রাজনৈতিক ইসলামিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার বাদুড়িয়া ব্লকের মরহুম মাগফুর আলহাজ্ব হাফেজ শামসুর রহমান সাহেব ১৯৮৩ সালে এলাকার বিশিষ্ঠ সমাজসেবী, শিক্ষা প্রেমী ও বুদ্ধিজীবিদের উপস্থিতিতে ‘অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত' নামে একটি ইসলামী সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। সংগঠনটি প্রাথমিক অবস্থায় বাদুড়িয়া ব্লকের বিস্তীর্ণ এলাকাতে কুসংস্কার, শিরক এর বিরুদ্ধে কাজ করতেন। এলাকার গরিব, অসহায়, দিন মজুর ও শ্রমিকদের নিয়ে ছোট ছোট সভা, সেমিনার আয়োজন করতেন। তাদের ভিতরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার কাজ করতেন। সে সময়ে তিনি প্রতি বছর ছাত্র-ছাত্রীদের মাঝে পুস্তক বিতরণ, দরিদ্রদের মাঝে বস্ত্রবিতরণ সহ বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করতেন।
সকল প্রশংসা আল্লাহ পাকের যিনি বিনা স্তম্ভে শূন্যমার্গে আসমানকে ভাসিয়ে রেখেছেন। লক্ষ-কোটি দরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ)-এর উপর, যাঁর মাধ্যমে আল্লাহ্ আমাদের কুর-আন শিখিয়েছেন। আল্লাহ তায়ালা পবিত্র কুর-আনে ইরশাদ করেছেন- ‘কু-আনফুছাকুম ওয়া আহলিকুম নারা' তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচ এবং পরিবার ও প্রতিবেশীদের জাহান্নাম থেকে বাঁচাও। বিশ্বনবী (সাঃ) বলেছেন- যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করেনা আল্লাহ তার উপরে দয়া করবেন না। কুর-আন ও হাদীস শরীফের এই অমিয়বাণীর বাস্তব রূপদান করতেই ১৯৮৩ সালে মরহুম গফুর আলহাজ্ব হাফেজ সামসুর রহমান সাহেব রহঃ ‘সুন্নাত-অল-জামায়াত কমিটি' প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৯৯ সালের ৯ ডিসেম্বর অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত- এর সাধারন মিটিং-এ উপস্থিত শিক্ষিত, বুদ্ধিজীবি, কর্মী, সমর্থকদের উপস্থিতিতে সাধারন সম্পাদক নির্বাচিত হন মুফতী আব্দুল কাইউম সাহেব। তার অক্লান্ত পরিশ্রমে বাংলার বিভিন্ন প্রান্তে সংগঠনের প্রচার-প্রসার ছড়িয়ে পড়ে। দ্বীনী তালিমঃ যারা নামে মাত্র মুসলিম, দ্বীনের ফরজ, ওয়াজিব সম্পর্কেও কোন জ্ঞান রাখেনা তাদের দ্বীনের একান্ত প্রয়োজনীয় বিষয় শিক্ষা দেওয়া এবং দ্বীনের প্রতি আকৃষ্ট করার জন্য মসজিদ কেন্দ্রীক বয়স্ক শিক্ষা কেন্দ্র খোলা হয়েছিল। এই বয়স্ক শিক্ষা কেন্দ্রে অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত যথেষ্ঠ সফলতা পেয়েছে। গণবিবাহ, ত্রাণ বিতরণ, বিভিন্ন সময় খরা, বন্যা, ঘূর্ণিঝড়ের মত ভয়ঙ্কর বিপর্যয়ে মানুষ যখন কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তখন হাজার হাজার স্বেচ্ছাসেবী ত্রাণকর্মীদের নিয়ে তাদের উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েছে। লক্ষ লক্ষ টাকার বস্ত্র, খাদ্য, পানীয়, ঔষধ এমনকি দুর্যোগ পরবর্তী পূনর্বাসনের ব্যবস্থা করে দিতে পেরেছে। হাফেজী মাদ্রাসা, খারেজী মাদ্রাসা (মাওলানা), মহিলা মাদ্রাসা পরিচালনা ও নতুন মাদ্রাসা তৈরী করার কাজ তার নেতৃত্বেই শুরু হয়েছিল। তাঁর নেতৃত্বে ‘জামিয়া রহমানিয়া-এর মত উচ্চপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। বর্তমানে তিনি অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত- এর সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন।
মুফতী আব্দুল কাইউম সাহেব ‘জামিয়া রহমানিয়া'- এর পরিচালক, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক, বঙ্গনূর পত্রিকার সওয়ালের জওয়াব, অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের ‘মুফতী বোর্ড’ পরিচালনা, বই পুস্তক রচনা সহ বহুমুখী কাজের সঙ্গে জড়িয়ে পড়েন । ফলে সংগঠনের সাধারন সভায় তিনি সম্পাদকের পদ থেকে অবসর নেন। উপস্থিত সংগঠনের কর্মী, সমর্থক সদস্যদের সমর্থনে ২০০৯ সালে মুহাম্মাদ আব্দুল মাতিন সংগঠনের সাধারন সম্পাদক নির্বাচিত হন। মুহাম্মাদ আব্দুল মাতিন সাহেবের নেতৃত্বে সংগঠনের সুনাম ও খ্যাতি পশ্চিবঙ্গের চিন্তাশীল এবং ভাবুক শ্রেণীর মুসলিমদের মধ্যে প্রভাব বিস্তার করে। চিন্তাশীল, ভাবুক ও বুদ্ধিজীবিদের পরামর্শ ও সহযোগিতায় বহির্রাজ্যেও সংগঠনের কাজ কর্ম শুরু হয়। সংগঠন বাংলার বাইরে বিস্তার লাভ করে। এই সংগঠনের মাধ্যমে তার নেতৃত্বে ভারতবর্ষের মুসলিমদের সার্বিক উন্নতির প্রয়াস চালিয়ে যাচ্ছে। অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের সমস্ত বিভাগের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিভাগ সমূহ মুফতি আব্দুল মাতিন সাহেবের মস্তিষ্ক পূষত। মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে অয়েজিন, বোর্ড অফ ইসলামিক এডুকেশন, হাদিয়া মোরাল স্কুলঃ (কেরালা মডেল), আমিনিয়া জামিয়াতুল মুয়াল্লিমীন, পশ্চিমবঙ্গ হিলাল কমিটি, রহমানিয়া স্টুডেন্টস ফেডারেশ, সুন্নি স্টুডেন্টস ফেডারেশন।