Payment Policy
আবেদন
আসসালামু আলাইকুম!
প্রিয় দেশবাসী!
আপনারা নিশ্চয় অবগত আছেন যে, অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত বিগত তিন দশক ধরে সমাজের গরীব অসহায় মানুষের সেবায় নিয়োজিত।
অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের শিক্ষা প্রদ্ধতির মান উন্নয়নের স্বার্থে পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবীদের প্রচেষ্টায় "বোর্ড অফ ইসলামিক এ্যডুকেশন" গঠন করা হয়। বর্তমানে কেরালা মডেল ইসলামিক স্কুল (হাদিয়া মোরাল স্কুল), হাফেজী মাদ্রাসা, মাওলানা মাদ্রাসা, গার্লস মাদ্রাসা, জামিয়া রহমানিয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা প্রায় ২৫ হাজার।
এতিম, অসহায় ও গরীব ছাত্র-ছাত্রীদের বই পুস্তক বাবদ আপনাদের সকলের সার্বিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি। এই অর্থ শুধুমাত্র কেতাব ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা হবে।
বিনীত- মুহাম্মাদ আব্দুল মাতিন,
সম্পাদক: বোর্ড অফ ইসলামিক এ্যডুকেশন