• +91 9734025990   
  • aisjamayat@gmail.com   

অল ইন্ডিয়া সুন্নাত-অল-জামায়াত এর সদস্য হওয়ার শৰ্তনামা।

১। কুর-আন, হাদীস, ইজ্জ্মা, কীয়াস (সুন্নাত-অল-জামায়াতের অকায়েদ) সম্বলিত ইসলামের মৌলিক আইন অনুযায়ী জীবন পরিচালনায় সচেষ্ট হতে হবে।
২। মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী রহঃ ও আল্লামা রুহুল আমিন রহঃ-এর কিতাব ও আদর্শ (কুর-আন, হাদীস, ইজ্জ্মা, কীয়াস) অনুযায়ী আমল করতে উৎসাহী হতে হবে।
৩। দ্বীন ও শিক্ষার প্রচার প্রসার ঘটাতে সর্ব প্রকার সাহয্য সহযোগিতা করতে হবে।
৪। ইসলামী কানুন ও ভারতীয় সংবিধান এবং সার্বভৌমত্ব আক্রান্ত হলে সার্বিকভাবে ও সামগ্রিক ভাবে প্রতিরোধ করতে হবে।
৫। দেশ ও জাতির উন্নয়নে এবং প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় যথাসাধ্য অর্থ, সময় ও সৎপরামর্শ দিয়ে সহযোগিতা করতে হবে।
৬। ধর্মবিদ্বেষী ও দেশদ্রোহী কোন কাজে আর্থিক, দৈহিক ও মানসিক কোনরকম সাহায্য ও সহযোগিতা করা যাবে না।
৭। সংগঠনের গঠন মূলক কাজে অংশ গ্রহন করতে প্রতিবেশি ভাইদের উৎসাহিত করতে হবে।
৮। সংগঠনের মুখপত্র সাপ্তাহিত ‘বঙ্গনূর পত্রিকা' নিয়মিত পড়তে হবে।
৯। এ্যডমিশন ফি ৫০ টাকা এবং বাৎসরিক ১০০ টাকা করে চাঁদা প্রদাণ করতে হবে।
১০। ভারতীয় নাগরিক ছাড়া সদস্য হতে পারবেন না।
১১। অফ লাইনে সদস্য হতে হলে ছবি ও আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে।
হলফনামা
আমি উপরোক্ত নিয়ম কানুন মেনে অল ইন্ডিয়া সুন্নাত-অল-জামায়াতের সদস্য হওয়ার জন্য আবেদন করতঃ অঙ্গীকার করছি যে, সংগঠনের যাবতীয় আইন কানুন মেনে চলতে বাধ্য থাকব। যে কোন ধরণের অপরাধের জন্য যে কোন ধরণের শাস্তির বিধান এমন কি সংগঠন হতে আমাকে বহিষ্কার করে দেওয়ার অধিকার অল ইন্ডিয়া সুন্নাত-অল-জামায়াতের থাকবে। আমি স্পষ্টভাবে অঙ্গীকার করছি যে, সংগঠনের যাবতীয় কর্মসূচীতে যথাসাধ্য যোগদান করা, যথা সময়ে বাৎসরিক চাঁদা পরিশোধ করা ও সর্বক্ষেত্রে সংগঠনের নেতার আনুগত্য স্বীকার করে চলার কোন রকম ত্রুটি হবে না ইনশাল্লাহ। মেহেরবাণী করে আমার আবেদন মঞ্জুর করে অল ইন্ডিয়া সুন্নাত-অল-জামায়াতের তাহাফ্ফুজ্জেদ্বীন ও খেদমতে খালক্ব এর সুযোগ দানে কৃতার্থ করবেন।